Bangla new Kobita
If you like kobita so you can read, we post here many kind of Bangla kobita and Bangla sms. we hope you like our Site visit and read regularly.
ইচ্ছে
জিহাদ আহমেদ
ইচ্ছে
তুমি অহেতুক আবদার
অবাস্তব আর জমাট বাধা সংঘাত।
ইচ্ছা
তুমিত পরিচালিত করতে চাও
নান্দনিক কল্পনার কাটা পথে
যে পথের আশায় ধরতে হয় নেশা !
ইচ্ছা
আমি তুমাতে বাধ্য নই
বাধ্য হও।
কবিতাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করেন এবং আমাদের কমেন্ট করে জানান।
Bangla Kobita Icche, Kobitati Likhechen Jihad Ahmed. Osadharon kichu kotha kobitar vashay bekto korechen tini ( Icche ) Kobitar maddhome. Bangla sms, bangla Kobita, bangla new Kobita Pete Amader Site protidin visit Korun.
শেষ মঞ্চ
জিহাদ আহমেদ
আমি কোলাহল মুক্ত একটি মঞ্চ চাই
যে মঞ্চে হবে শোকধ্বনি নীরবতার ভঙ্গিমায়!
যবে মঞ্চ ছেড়ে হঠাৎ চলে যাবে সবাই
রাখবেনা কোনো শোকের স্মৃতি মনে,
খুজবেনা কবু মঞ্চে গমনের কারণ
চলে শুধু নীরব আর নিঃশব্দে!
থাকব শুধু নীরব মঞ্চ আর আমি।
অপরাধবোধ
জিহাদ আহমেদ
চলে যাবার পর
অবহেলিত প্রহর
অনাকাঙ্ক্ষিত শহর
নিরাশার কালো ছায়ায় ঢেকে আছে
চারিপাশের নগর।
আজ আনন্দ নেই
নেই কোনো উল্লাস
আছে শুধু ক্ষনিকের স্মৃতি,
বেচে থাকার মত কিছু স্বপ্ন,
আর,,বিবেকের কাঠগড়ায় আদালত ”
অপমানের পরে যেথায় জমেছিল কিছু কালো দাগ’
বিবেকের কাছে অপরাধী!
পৃথিবীর আদালত এখানে ব্যার্থ”
মৃদু অসহায়ত্ব
মৃদু অপরাধবোধ
থেকে যাবে বিলীন হওয়া অব্দি!
Bangla Kobita: Tui Ki Amar dukkho Hobe
তুই কি আমার দুঃখ হবে
আনিসুল হক
তুই কি আমার দুঃখ হবি?
এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল
রুখো চুলে পথের ধুলো
চোখের নীচে কালো ছায়া।
সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।
তুই কি আমার দুঃখ হবি?
তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?
মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?
তুই কি আমার খাঁ খাঁ দুপুর
নির্জনতা ভেঙে দিয়ে
ডাকপিয়নের নিষ্ঠ হাতে
ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?
একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা
কেমন যেন বিষাদ হবি।
তুই কি আমার শুন্য বুকে
দীর্ঘশ্বাসের বকুল হবি?
নরম হাতের ছোঁয়া হবি?
একটুখানি কষ্ট দিবি।
নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি?
একটুখানি কষ্ট দিবি।
প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি?
একটুখানি কষ্ট দিবি।
তুই কি একা আমার হবি?
Bangla Kobita: Boro Meg Jomeche
বড় মেঘ জমেছে
আজ বড় মেঘ জমেছে
আমার গ্লাসের গলা বেয়ে
লাল ওয়াইনের স্তর –
লাল ওয়াইনের মেঘ – ঢলে আসে ৷
….. আজ বড় মেঘ জমেছে ৷৷
আজ সারাটা দিন শুধু তুষারের মতো সাদা –
নরম ঘাসের মতো পেলব –
ওয়াইনের ঢল নেমেছে ৷৷
আজ বড় ভোর জমেছে
ভিজে শিশিরের চিক্কন জালি
পাতায় পাতায় সবুজের গন্ধ
আড় ভাঙা সূর্যের হাই
আর পদ্মের লাজুক চাহনি ৷
আজ বড় ভোর জমেছ ৷৷
Bangla Kobita: R Kokhono Dakbo Na
আর কখনো ডাকব না
আমরা নতুন নতুন কবিতা, এস এম এস আপনাদের জন্য আমাদের সাইটে পোস্ট করে থাকি,
ভামাদের সাইট প্রতিদিন ভিজিট করুন এবং ভালো ভালো এস এম এস এবং কবিতা পড়ুন।
-
কিছু অসাধারণ বাংলা উক্তি
- যদি সুন্দর মন থাকে তাহলে সৌন্দর্য থাকতে হয় না,
সুন্দর মনের অধিকারী কে সবাই অল্পতেই আপন করে নেয়। - চেষ্টা না করে কিছু পাওয়া মানে অবহেলার উপহার মাত্র।
Bangla Kobita Sesh Moncho, Likhechen Jihad Ahmed. Bangla sms, bangla Kobita, bangla new Kobita Pete Amader Site protidin visit Korun.
you can find here Bangla sms, Bangla Kobita,English Quotes.
If you like our Bangla Kobita ,Please Share And Comment.
Also Visit: English Sad Quotes, English Heart Broken Quotes
Leave a Reply